একই সাথে দু'টি প্রাণে
        এই ধরাতে আসে ,
একটা হোলো ফলের গাছ আর
        অন্য লতা পাশে ৷


ফলের গাছকে ধরে লতা
      বাড়ল অপরাজেয় ,
বাড়ির মানুষ ভাবলে তারে
      কেটে ফেলাই শ্রেয় ৷


খাদক শ্রেণীর খাদ্য হয়ে
      তেমনি কত প্রাণে ,
অকালে যায় মরন কোলে
      প্রসাদ সম দানে ৷


আচম্বিতে দূর্ঘটনায়
       সাপের কামড় নিয়ে,
বজ্রপাতে পড়ল কত
       মরণ ফাঁদে গিয়ে ৷


আচমকা এই মরণ ফাঁদে
       বিশ্ব সারা ঢাকা ,
আশ্চর্যের বিষয় হোলো
       এখন বেঁচে থাকা ৷