প্রানের প্রিয় রবি ঠাকুর
       প্রনাম আমার নিও,
চলার পথে জয় করবার
     আশিষ টুকু দিও ৷


মর্মে আমার পদ্য প্রেমের
      চেতন জাগালে তুমি ,
তোমার গানেই নরম হোলো
       মনের নরম ভূমি ৷


গল্পে গানে নাটক নোভেল
      কিংবা উপন্যাসে ,
সমুদ্র ন্যায় সৃষ্টি তোমার
      আকাশ হয়ে হাসে ৷


সেই আকাশে পাখির মতো
       উদয় অস্ত ঘুরে,
অন্ত কোথায় নাগাল না পাই
      কেবল বেড়াই উড়ে ৷


মধ্য দিনের রবি তুমি
      তোমার গানের টানে ,
পাথরের ন্যায় হৃদ মাঝারে
      সুরের প্লাবন আনে ৷


দৃষ্টি হতে বিদায় নিয়ে
     ঠাঁই পেয়েছ প্রানে ,
অক্ষয় হয় আসন তোমার
     অমর সম দানে ৷

ধন্য হল জগত্‌ বাসী
     তোমার পরশ পেয়ে ,
কাব্য গানের সকল খানে
     রইলে তুমি ছেয়ে ৷