তাড়াহুড়ো করে বুড়ো মুড়ো খেতে বসে
কাঁটা গোটা না চিবিয়ে গিলে যায় কষে ৷
হায় হায় বিঁধে যায় গলাতে যে কাঁটা
তারোপরে গলাবধি খাবারেতে সাঁটা ৷
ওদিকেতে বুড়ি তার কাশে খক্ খক্
খেয়ে যায় মুড়ি, শুধু করে বক্ বক্ ৷
মুড়ি গুলি বেরসিক ঢোকে শ্বাসনালী
কেশে কেশে রাঙা বুড়ি হয়ে যায় কালি ৷
নাতিখান ছোটখাটো ইস্কুলে যায়
ছুটে এসে দিলে জল বুড়ো বুড়ি খায় ৷
জল খেয়ে উনাদের ধড়ে প্রাণ আসে
নাতিরে জড়িয়ে ধরে আরামেতে হাসে ৷
অভিমানী নাতি বলে কেন মিছে ধরো ?
যখন যা অনুচিত সেটা কেন করো ?