সব্জী খাব কব্জি ভরে
      এমনি মনের সাধ ,
কি জানি ভাই এমনি সুখে
       পড়ল কেন বাধ !


আগে স্বল্প টাকা দিলে
   ব্যাগ ভর্তি হাট ,
এখন সে ব্যাগ অর্ধ হতেই
   পকেট গড়ের মাঠ ৷


তার পরেও সব্জী যেটুক
    তাতেও মারণ বিষ ,
ধীরে ধীরে বাঁচার আয়ু
     কমায় অহর্নিশ ৷


ব্যাগ ভর্তি টাকা দিয়ে
     পকেট ভর্তি মাল ,
মালের আবার গুনাগুনে
     হচ্ছি বেসামাল ৷