জীবনের কিবা স্বাদ , কিবা এর মানে ?
মুমূর্ষু হয় যারা তারা শুধু  জানে ৷
পৃথিবীর এত রূপ, জল মাটি আলো
তারোপরে বাঁচে আর বাসে তারে ভালো ৷
এই প্রেম টুটে যায় পড়ে রয় মায়া
কায়া যদি লোপ পায় থেকে যায় ছায়া ৷
অন্ধেরা চারিদিকে দেখে শুধু কালো
পৃথিবীর মায়া তার মন রাখে আলো ৷
কতশত পঙ্গু ভিক্ষায় চলে
আরো প্রভু আয়ু দাও তবু তারা বলে ৷
একদিন যেতে হবে সবে তাই জানে
শেষের সে ক্ষণ এলে মায়া তবু টানে ৷
জানিগো জীবন সারা দুখ হয় ভারি
তবুও সুখের রেস নেয় মন কাড়ি ৷
তাইতো জীবন ধারা শেষ হয় মাটিতে
আত্মা কেবল ফেরে বারবার বাটিতে ৷