একটু খানি খাবার তরে
     অন্ধ কানাই ভিক্ষা করে ,
পয়সা দুটি দাওনা বলে
     হাত দুখানি  জাপটে ধরে ৷


বিধাতা তার দুচোখ ভরে
     দেয়নি এত শুভ্র আলো ,
কিন্তু যে তার গানের সুরে
     দূর হয়ে যায় মনের কালো ৷


শুধুই দয়া চায়না সেযে
     চায় যে হতে উপার্যনী,
ভারত মাতার বন্দনা গায়
    লোকোগানের মধূর ধ্বনি ৷


তার সে গানের মধূর ধ্বনি
    মুগ্ধ করে জনের হিয়া ,
দু এক টাকা বের হয় তাই
    মুগ্ধ মনের হস্ত দিয়া ৷


কিন্তু কানাই ভাগ্যগুণে
    একটা সুযোগ পেল হাতে ,
অন্ধ জনের যোগ্যতাটা
    দেখল সবাই হাতে নাতে ৷


টেলিভিসন রেডিওতে
     গাইল কানাই মধূর গান ,
ঘুচল যে তার দুঃখের জীবন
      মুগ্ধ হল হাজার প্রাণ ৷


এমনি করে অন্ধ কানাই
     প্রতিভা তার করল প্রকাশ
সুরের আকাশ ভরল গানে
      ঘটল মহা যোগীর বিকাশ ৷