চায়ের ঠেকে বুদ্ধিজীবী অসীম বাবু এসে
বলল শোনো ঘটছে কিছু অতি সর্বনেশে ৷
এই যে এখন শীতের সময় শীতটা তেমন নাই
গ্রীষ্মে ভীষণ গরম এমন বেরোয় জীবন টাই ৷
ঋতুগুলির আসা যাওয়ার নাই যে কোন ঠিক
ম্যানগ্রোভেরা হলুদ হয়ে মরে যায় ধিক্‌ ধিক্‌ ৷
কুমেরুর ওই বরফ রাশি গলছে অহর্নিশি
বাড়ায় তারা জল রাশি সমুদ্রেতে মিশি ৷
সুন্দরবনের লক্ষ মানুষ ডুববে এবার জলে
কোন বাঁধেই ঠেক খাবে না সবই জলের তলে ৷
শুনলো সবাই নিরব মুখে বলল হে তাই নাকি ?
কি কারনে হচ্ছে এসব বলোনা টুকি টাকি ৷
তবে শোনো আমরা সবাই নানান প্রয়োজনে
বৃক্ষ কাটি দূষণ বাড়াই ধোঁয়ার নির্গমনে ৷
CFC আর NOর সাথে CO2রা মিলে
মিথেন, CO, NO2রা বাতাসটারে দিলে ৷
ওজন স্তরের ওজন কমায় মারণ রোগে ঘীরে
গ্রীন হাউসের ইফেক্ট হয়ে বাড়ছে গরম ধীরে ৷
এসব থেকে বাঁচতে হলে সবুজ বাড়াও পৃথে
কারখানাতে দূষণ কমাও ফ্রীজ বন্ধ শীতে ৷
কমাও যত এসির আমেজ বাড়াও বিশ্ব প্রীতি
সচেতনতায় উঠুক ভরে স্বদেশ প্রেমের গীতি ৷
সবাই মিলে লাগলে কাজে বন্ধ হবে ক্ষরা
উষ্ণায়নে রুখব সবাই শীতল হবে ধরা ৷