সেই সে কবে গেছ মাগো
     আমায় তুমি ফেলে ,
দেখতে আমায় আবার বুঝি
     তারার মাঝে এলে  ৷


তারায় তারায় মিলিয়ে চোখ
     হাসছো যেন তুমি ,
আদর করে সোনা বলে
     নিলে আমায় চুমি ৷


এমনি করেই দিনের শেষে
     আঁধার ভরা সাঁঝে ,
প্রতিদিনেই এসো মাগো
      হাজার তারার মাঝে ৷


মেঘের দলে এসে তোমায়
     যদি বা দেয় ঢেকে ,
ওদের মাঝেই নেব আমি
     তোমার মুখটি এঁকে ৷


তোমায় ভেবে তোমায় দেখে
      শান্তি আসে মনে ,
তোমার অভাব হয়না পূরণ
      বিশাল ত্রিভুবনে ৷