ফাগুন হাওয়ায় মনের কোনে
             খুশির ভ্রমর গুঞ্জরনে
শিমুল পলাশ লাল আভাতে
              উতল হয়ে যায় ৷


শুকনো পাতা ঝরঝরিয়ে
          শিরিশ হেরি হাসছে চেয়ে
নতুন কোমল শ্যামল পাতায়
          দোলায় দখিন বায় ৷


শীতের বসন রাখরে এবার
           সময় এখন বাতাস নেবার
আলতো শীতের মিঠেল হাওয়া
            মাখবো গায়ে সারা ৷


বন্ধ দূয়ার খুলল সবে
           বাতাস তোরে আসতে হবে
ভাসবে সবাই তোর ডানাতে
           নাচবে পাগল পারা ৷