বর্ষা হলে মাঠের পরে
     ডাকছে সোনা ব্যাঙ
ঝর্ ঝরিয়ে বৃষ্টি চলুক
     গ্যাঙর গ্যাঙর গ্যাঙ ৷


এমনি করে বৃষ্টি হলে
     ছড়িয়ে দুটি ঠ্যাং ,
মাঠের জলে সাঁতার কাটি
     ঘাসের উপর ল্যাং ৷


পুকুর পাড়ে মাছের দলে
     যায় না কেবল ধরা ,
ফসকে গিয়ে পালায় মাঠে
     মাঠ যে জলে ভরা ৷


কাগজ দিয়ে নৌকা করে
     ভাসায় খোকা জলে ,
উঁচু নিচু ঘাসের ঢিপি
    সবই জলের তলে ৷


কবির খাতায় উঠল ভেসে
    হাজার মধুর ছড়া ,
ভাল্লাগেনা ছোট্ট খুকির
    সরিয়ে রাখে পড়া ৷


পেখম খুলে ময়ূর নাচে
      থৈয়া থৈয়া তালে ,
বর্ষা যোগায় সবার মনে
     খুশির হাওয়া পালে ৷