এপ্রিলফুল  যদি গাছে আজ ফোটে
ফল খানি বলো কার ভাগ্যেতে জোটে?
যত সব বুদ্ধুরা বোকা বনে গিয়ে
বোকা বানানোয় মাতে মতলব নিয়ে৷
কেউ বোকা বনে রাগে ফোঁস ফোঁস করে
কেউ মুখ রাঙা করে হাসে জোরে জোরে৷
গোমড়ানো মুখে কেউ বলে থামো থামো
হোতো কি আরেক দিন ! যত ফাজলামো ৷
গুল দিয়ে ফুল করে ফাটে সব হাসিতে
একটুতো হাসো বাপু আনন্দে ভাসিতে ৷