খবর দেখেনা যারা খবর যে করে
রিপোর্টার যার ফটো ক্যামেরায় ধরে ;
অটোগ্রাফ পিছনেতে সবে যার ধায়
সেই জন এ জগতে স্টার নাম পায়।
হিমশিম পুলিশের ঘুম যায় ছুটে
উনাদের সুরক্ষা কভু যে না টুটে।
দর্শন পাবে শুধু অনুমতি পেলে
কাগজে টিভিতে নেটে প্রায় তারে মেলে।
আপন কর্মে এরা সদা সচেতন
সবার শীর্ষে রতে দেয় প্রাণ মন।
বাইরের খ্যাতিটাই শুধু দেখা যায়
কষ্টের নমুনাটা কে বুঝিতে পায়?
স্বপ্নের জাল বুনে লক্ষেতে স্থির
শতেক কঠিন বাধা পার হয় ধীর।
গঞ্জনা সয় কত লাঞ্ছনা সহ
প্রতিষ্ঠা অবসাদ ছায় অবরহ।
অজানা তীরের আশে বেয়ে যায় হাল
হয়তো নাগাল পায় নয় ছেঁড়ে পাল।
তারাদের সম্মান তাই যদি পায়
অর্জিত সেই সুখ ঠেলে না তো পায়।
স্বাভাবিক সব তবু খবরেতে গণ্য
রিপোর্টার গল্পেতে করে যে অনন্য।