শিলঙের আগে আমি চিনি চেরাপঞ্জিকে
অতি বৃষ্টিতে নাম ছিল সমধিক,
প্রায় শতবছর পরে পৌঁছালাম তার কোলে
শিলঙ পাহাড়ে।
সারারাত কলকল ঝড়ে ঝর্না,
যখন ইচ্ছে ঝর্ণার জলে স্নান;
চারদিক সুউচু পাইনের সারি, বন
মন চাইবে হারিয়ে যেতে;
শীতল মন জাগানো আবহাওয়া,
চেরীফুলের শুভ্র শোভা সবখানে,
স্বচ্ছ জলাশয়ে নৌবিহার…
যেন নতুন করে জেগে উঠা !
এ জীবন স্বপ্ন নয়তো ?
অমিত ছিল অবিবাহিত রোমান্টিক,
কিছু দিনেই সে হয়ে গিয়েছিল খাসি!
আমি বিবাহিত, রোমান্টিক কিনা জানি না;
তবে খাসি হতে হলো না, কেননা আমার
জন্ম থেকেই খাসিদের বোঁচা নাক !
মনে আমার বাঙলা সারাক্ষন শিলঙে।
লাবান, রিলবং, রবিন্দ্রনাথ ঠাকুর
খুঁজে ফিরি বার বার, কোথায় লাবন্য,
শেষের কবিতা ?