টিকটিক-টিকটিক ডেকে ছোট্ট খুকি,
খুঁজে ফেরে কোথায় গেল টিকটিকি!
দিনের বেলা ঘরের কোনে,
চুপটি করে লুকিয়ে থাকে;
কখন খুকি দেখে ফেলে,
শুধু সেই ভয়ে মরে !
সন্ধ্যা হলে খাবার খোঁজে,
বের হয় লাইটের পাশে,
ছোট পোকা-মাকড় খেয়ে,
বাঁশের বেড়া বা দেয়ালে ঘুরে,
রাখে ঘরের কোন পরিষ্কার,
সুন্দর জীবন কাটে তার;
যাইবা বল ভুল বা সঠিক
কথায় কথায় বলে, ঠিক! ঠিক!
পুতুল সাজিয়ে খুকি বলে,
এবার কন্যে তোমার বিয়ে হবে;
দূর দেশের রাজকুমারের সাথে,
ঘোড়ায় চড়ে কুমার এগিয়ে আসে।
কোথায় আছো বন্ধু আমার,
টিকটিক, কিছু বলতো এবার !
বললাম কি কিছু বেঠিক?
টিকটিকি বলে  ঠিক! ঠিক!