আবার আসছে ফিরে ২১শে ফেব্রুয়ারী,
আবার আসছে ফিরে শহীদ দিবস, কালোব্যজ;
জানুয়ারী এলেই চলে যাই ১৯৫২ সালের ফেব্রুয়ারীতে,
ভাবি পাকিস্থান, পূর্ব-পশ্চিম, ভাবি উর্দু ভাষা।
আচ্ছা, উর্দু সাহিত্যে কেউ কি পেয়েছে নোবেল ?
ওদের আছে কি, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ?
উর্দু ও ফার্সি সাহিত্যের একজন ছাত্র বলেছিল—
ওরাও প্রেম, ভালোবাসা আর মানবিকতা নিয়েই
উর্দু সাহিত্য চর্চা করে। অবাক হয়ে বলেছিলাম, সত্যি !?
আমি ভাবতাম সে ভাষা বুঝি বা সবচেয়ে নিকৃষ্ট,
হয়তো শেখায় কিভাবে মানবিকতা বিসর্জন দিতে হয়,
কিভাবে সহজেই খুন করে ফেলা যায় বাংলাভাষী;
যেমন তারা করেছিল, ঢাকার রাজপথে, বাংলাদেশে
আজ থেকে সত্তর বছর আগে।
আমার আরো মনে পড়ে কাপ্তাই বাঁধ, জলবিদ্যুৎ,
আমাদের সলিল সমাধী, ডুবে যাওয়া রাজবাড়ী,
লক্ষ মানুষের জীবনে নেমে আসা গজব—
সেই ২১ শে ফেব্রুয়ারী আজ সারা বিশ্বের ভাষা দিবস,
কালো হয়েছে সাদা, শোক হয়েছে শক্তি!
আর বেশী দূরে নয়, বাংলা হবে জাতিসংঘের দাপ্তরিক ভাষা,
আর সাথে আমরাও এগিয়ে চলি সম্মুখপানে…