জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি শুরু হয়েছে বর্ষার আগমনী,
মধু ফলে ভরে আছে ফল বাগান, কিন্তু
আম জাম কাঠাল লিচুতে  স্বাদ নেই!
চারদিক করোনার দ্বিতীয় ঢেউ;
এরই মাঝে তেড়ে আসে ইয়াস-যশ।
প্রতিদিন অপেক্ষা আজ মৃত্যু কত?
আর কতদিন দেখে যেতে পারব জানিনা…
মৃত্যু ভয়ে আমি ভিত নই, যেতে তো হবেই!
কিন্তু পুরো পৃথিবীর দুঃখ ভারে হৃদয়ে
করুন সুর বেজে চলেছে  দারুন।
কোথাই আছো সৃষ্টিকর্তা?
এ কেমন তোমার খেলা? ছিনিমিনি!
জীবন অথবা মৃতুতে ভরে আছে বাতাস,
ষড়ঋতুর প্রবাহে আবারো জ্যৈষ্ঠ মধুমাস,
হয়েছে তেতো ১৪২৮।