আবার এসেছে ফিরে  ফাল্গুন, আগুন, অমর একুশ;
আবার এসেছে সময় প্রতিজ্ঞার, উন্নত জীবন গড়ার—


দুর্নীতি, ধর্ষণ, অর্থপাচার, হত্যা, দরিদ্রতা আর যত অপশক্তির আধার
নিজ মনে দাফন কর, হৃদয় হবে পরিষ্কার
নারী শক্তি জেগেছে, জাগতে হবে তরুণ-তরুণী, মধ্যবয়সী, বৃদ্ধ-বৃদ্ধা সবার
বলি দাও মনের কালো অন্ধকার
বাংলাদেশ জেগে উঠেছে, প্রতি জনের আয়ে, সারা দক্ষিণ এশিয়ায়
জীবনী আয়ুতে, নারী-পুরুষ সমতায়
মুখে নয়, মনে প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র, মানবাধিকার
সমাজের আগে চর্চা কর পরিবারের অন্দর,
প্রযুক্তি  বিজ্ঞান দিচ্ছে সাহস, দূর করো লজ্জা, ভয়


আবার এসেছে ফিরে বাহান্ন, ভাষা আন্দোলন;
আবার এসেছে সময়  আত্নশুদ্ধির, মহৎ জীবন--