রাঙা ইট বিছানো রাঙামাটির পথ,
পাহাড়ের গায়ে এঁকেবেঁকে চলেছে লেকের পার;
এ রাস্তায় তিন চাকা বেবী ট্যাক্সির
নেই বেশী আনাগোনা, অনেকটাই নির্জন,
কে ভেবেছিল সেই পথেই হঠাৎ দেখা হবে,
তোমার আর আমার! এ যেন—
'পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি
আমরা দু-জন চলতি হাওয়ার পন্থি...’
ওড়না উরিয়ে চলেছ বান্ধবীর পাশে পাশে
আমি তখন ভাবছি কলেজ প্রাঙ্গণ, ক্লাশ, পরীক্ষা;
হঠাৎ পথ আটকিয়ে বলেছিলে, চিনেছো আমায়?
আমি বলি, না! কে গো তুমি, সুন্দরী অপরূপা?
কটু হেসে বলেছিলে, আমি গো আমি! বনলতা!
'চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য…’
তুমি কি সেই বনলতা?
যে বলেছিল, একদিন কোথাই ছিলেন?
পাখির নীড়ের মতো চোখ কি তুমিই তুলেছিলে সেদিন?
বছরের পর বছর কাটে, যুগও গড়িয়ে যায়;
তবুও সেই প্রথম দেখার স্মৃতি আজো অমলিন,
যেন ঘন বরষার প্রথম কদম, রঙে চীররঙিন।