সুনীল পাহাড় কিনতে চেয়েছিল
আমি কিনতে চাই তার নদী
নদীর জলে ভাসাবো তরী
ভেসে চলে যাবো দূর কোন দেশে
ইচ্ছে হলে ফিরে আসবো মাতৃভূমিতে।
আমি ভালোবাসী আমার মাতৃভূমি
আবার ভালোবাসী বিদেশ,
বিদেশের মাটিওতো অন্য কারো মাতৃভূমি!
আজকাল পাহাড় কেমন অকেজো,
জুম করি সার দিয়ে,
ফুল পাখিও নেই আগের মতো;
তাই ভাবি একটি নদী হলে মন্দ হতো না!
জানি নদীর দাম বেশ চড়া,
কিন্তু আমি এখন নদীই চাই,
পাহাড় দিয়ে দেব সুনীলের মতো কাউকে।