যদিও আমার চোখ অন্ধ,
যদিও আমার কান বধির,
আমি দেখি সব, শুনি সব কিছু;
হৃদয় দিয়ে,
অন্তর দিয়ে,
কেননা আমারও রয়েছে পবিত্র আত্না,
কেননা আমিও যে রয়েছি বেঁচে!
যদিও আমার মুখে ভাষা নেই
আছে অনেক অনুশোচনা,
ক্ষুধা, তৃঞ্চা, কামনা;
কিছু আশা আর ভালবাসা,
আমি প্রাথনা করি তোমারই মতন,
কেননা আমারও যে রয়েছে হৃদয়,
কেননা আমিও যে মানুষ!
কিন্তু—
যে দেখার সে যদি না দেখে,
যে জানার সে যদি না জানে;
দুঃখ নেই আমার--
আমিও যে তোমারই মতোই এক সৈনিক
জীবন নামক যুদ্ধে আমাকেও যে হতে হবে বিজয়ী।।
মূল লেখক: আর. কে. সানহানবী (লিক্খমবী) চানু, ২০১৫, মনিপুরী ভাষার কবি।