আলু আর ছোলা বেচা হয়েছে অনেক
বাকরখানিও হয়েছে বিক্রি, এখন নিজেকেই
বাজারে তুলেছি বেচবো বলে !
আমি আছি মধ্যযুগে, পৃথিবী আছে একবিংশে;
তারও বোধহয় জীবন চক্রে প্রাচীন যুগে ফেরার সময় হলো !
আমার কিছু বোন আগেই বাজারে বিকনো হয়েছে,
তার কিছুটা দাম আছে, আদিম ভোগে,
আমার কপাল মন্দ, সংবিধানের কষ্টিপাথর যাচাই হচ্ছে--
দাঁড়িপাল্লায় উঠি আর নামি, কর্তারা ভাবেন:
কি কাজে লাগে. কোথায় লাগানো যায় ?
দুনিয়া জোড়া বাজার অথচ খদ্দের নেই !
আমি অশোকের দেশের বলদ গরুর মতো !
আমার ডান হাত বাঁধা বাম পায়ে, বাম হাত ডানে
কুন্ডলীপাকানো শরীর, আমার চলার শক্তি কেড়ে নেয়া হয়েছে।
আসলে আমার জীবন বলি দেয়া হয়েছে ধর্মের-বর্ণের নামে,
নিজেকে বেচার অধিকারটুকুও আমার নেই।