ভাগ্যিস, বাংলা ভাষা, তুমি ছিলে;
না হলে, কী লিখতো কবিগুরু রবিন্দ্রনাথ,
নজরুল বিদ্রোহী হতে পারতো কি!
না হলে, আমি কি লিখতে পারতাম
আমার প্রথম প্রেমের চিঠি, প্রথম প্রকাশ,
আমার প্রেমিকাই বা কি উত্তর দিতো আমায় !
ভাগ্যিস, তুমি ছিলে;
তুমি না থাকলে আমার অর্ধেক দুনিয়াই বুঝিবা অন্ধকারই থাকতো,
জীবনটার মানেই বা বুঝতাম কি কিছু?
তোমার কাছেই তো শিখেছি, কিভাবে মাতৃভাষাকে ভালোবাসতে হয়;
তোমার কাছেই শেখা, তোমার বেদিতে কিভাবে জীবন উৎসর্গ করা !
তোমার কাছেই শেখা প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম,
অন্যায় অত্যাচার শোষন বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো;
না হলে কোথায় আমার অস্তিত্বের প্রকাশ?
বাংলা ভাষা তুমি খুব প্রিয় তাই;
আমার স্মরণীয় দুটি দিন ২১ শে ফেব্রুয়ারি আর ১৯ শে মে,
যখন আমার মাতৃভাষা চাঙমা থাকে হৃদয়ের কাছে।