হে মহান সৃষ্টিকর্তা জন্ম দিলে,
তবে কেন চাকমাকুলে ?!
আর পাঠালে যদি মর্ত্যেলোকে
কেন এই ভারতবর্ষে ?!
যাকে তুমি গড়েছিলে সম্পদ আর ঐশ্বর্য দিয়ে,
বিদ্যা দিয়েছ তক্ষশীলা-নালন্দায়,
জ্ঞানতো দিতে পারনি!
সারা বিশ্বকে মোহগ্রস্থ করেছ,
লোভ লালসা আর কামনায়,
কোথাই, ভালবাসা তো দিতে পারনি !
সবাই এসে ভারতবর্ষকে ভরিয়ে দিয়েছে
ক্রোধ, হিংসা, বিদ্বেষ আর বিভাজনে;
ভারতবর্ষের সন্তান চাকমাদের রেখেছ যদি ভারতে,
তবে কেন এমন অবহেলায় ?!
ভারতবাসীরই তো জীবন বাঁচাতে
আমরা গিয়েছি অরুনাচল,
কঠিন পাহাড় কর্ষনে কত নষ্ট হলো জীবন
নতুন যারা এলো পৃথিবীতে
তারা রয়ে গেল পোড়া মঙ্গলবাসী !
কাঁটাতারের বেড়া আর কত সীমানা দেয়াল;
চম্পকনগরের পর হারালাম চাদিগাঙ,
হিন্দুস্তানের পর পাকিস্তান, বাংলাদেশ!
আর কত মাতৃভূমি হারাতে হবে জানি না
আমরা প্রতিদিন বিশ্বাস করতে চাই, যে
তুমি আছো একজন, সবার পাশে।
আমার মৃত্যুর পূর্বে এমন কিছু করো মিরাকল,
যেন আমি বলে যেতে পারি তুমি ছিলে,
তুমি আছো—হে মহান সৃষ্টিকর্তা!
চাকমারা শতসহস্র আঘাতেও তোমাকে
ত্যাগ করেনি, আমিও নাস্তিক হয়ে
এই পৃথিবী ছাড়তে রাজী নই!