দাদা,ও দাদা, রোদ্দুর রায়, শুনতে পাচ্ছেন কি আমাকে?
আমি এপার থেকে বলছি, দিদির সাথে দেখা হলো বুঝি?
আশা করি সব ঠিকঠাক বলতে পেরেছেন, মত প্রকাশের স্বাধীনতা,
মানবাধিকার ও কেকের মৃত্যুর জন্য রাজনৈতিক অবস্থাই দায়ী;
আমাদের অবস্থাও একটু বলবেন, আর কত দিন করবো--
পদ্মা জলে গঙ্গা পুজো? তিস্তার একটু জল দিন।
আর কতদিন ইলিশ সাতঁরাবে এপার ?
ওপারেও একটু বাধঁ খুলে দিন।
চুয়ান্নটি নদী দেবতাকে মুক্তি দিন।
মেরুতে বরফ গলে এখানে হচ্ছে প্লাবন,
উত্তর বঙ্গ শুকিয়ে মরুভুমি, বন্যার জল সমানে সমান;
আমরা যে বাঁধা রবিন্দ্র-নজরুল বন্ধনে!
সুদূরের চীন আজ কত নিকট!


দাদা রোদ্দুর রায়, জানি আপনি পারবেন।
আপনাকে পারতে হবেই।