আমি কবে যাবো আবার সমুদ্রতীরে?
অনেকগুলো স্মৃতি ভিড় করে আছে হৃদয়ে;
সাতাশ বছর পাহাড়ি জীবন ফেলে
প্রথম যখন দৌঁড়চ্ছিলাম সমুদ্রপানে…
তখন বিশাল জলরাশির তরঙ্গ কল্লোল
কানে ভেসে এল, আহা কী সুমধুর সুর!
হৃদয়ের কম্পনে কাঁপে বালিবিন্দু,
সত্যি বুঝি পেয়েছি সিন্ধু স্পর্শ!
আদিন্ত প্রসারিত দৃষ্টি সীমা,
অবারিত জল সঞ্চালন,
বিশাল উন্মুক্ত আকাশ,
সুকোমল বাতাস আর মহা বালিতট;
আমি বার বার গিয়েছি সমুেদ্রর নিকট
কিন্তু প্রথম সমুদ্রমন্থন আত্নার বিশেষ,
প্রথম প্রেমের স্মৃতি যেন জাগরুক!
পাহাড়ের সাথে মোর নিত্য লেনদেন
অম্ল-মধুর-তিক্ত বা ঝাঁঝালো বিবাহিত ভালবাসার,
সুনীল সমুদ্র কেবলী সুধা সঞ্জীবনীর।