আমেরিকা-চায়না ঠোকাঠুকি শুরু আগেই,
এখন চায়না-ভারত-নেপাল করোনাকালে,
বড়লোক বাড়িওয়ালা আর মধ্যবিত্ত ভাড়াটে,
স্বামী-স্ত্রীর সংসারে চলছে মহামারী,
কোথা যাবে প্রমিক-প্রেমিকা যুগল--
ভালোবাসা যে নিঃস্বার্থ নয়!
‘দিবে আর নিবে, মিলাবে মিলিবে’
কোন কিছুই নয় নিঃস্বার্থ;
কিছু কম বা কিছু বেশী, তবে
দেখো না সেদিক, দেখো শুধু মিলন হলো কতদূর?
কুঁড়িতে প্রেম হয় রূপ দেখে, যৌবনেতে শরীর,
স্বার্থ ও যে রয়েছে হেথা নিরবে নিভৃতে, গভীর;
তারে শুধু করো সামগ্রিক, সকলের
ভুলো আরো সেই চিন্তা, স্বার্থপরের।