চৌত্রিশ বছরের জীবনে কী বা দেখেছ তুমি?
হে প্রিয় তরুন নায়ক!
ভাল না হয় না বাসল সুন্দরী নায়িকা,
প্রযোজক না হয় দিলে কিছু কম!
তাই বলে এভাবে জীবন দিতে হয় না, সিংজী!
তুমি কি নও রাজপুত্র, সিদ্ধাথ গৌতম যেমন,
যিনি বলেছিলেন জন্ম মাত্র দুঃখ;
দুঃখ সাগরে ভেসে নিরন্তর তীরের পানে
ছুটে চলাই কি জীবনের র্ধম নয় !?
তুমিই তো বলেছিলে –এভাবে চলে যেতে হয় না,
এভাবে যাওয়া, চলে যাওয়া নয়!
ওহে রাজপুত্র, সুর্দশন!
জানি আমরা চলে যাব সবে একে একে…
জীবন দিয়েছেন যিনি, তিনিই তো ফিরিয়ে নিবেন।
জরাজীর্ণ ভরা এ পৃথিবী নবজাতকের বাসযোগ্য
করার অঙ্গিকার করছিলে না তুমি!
নিজের জন্য না হোক, নব শিশুদের জন্যে কি
বেচেঁ থাকতে পারতে না তুমি ?
হে শান্ত, সুশীল, ধোনী সমান !
হৃদয়ে ঠাঁই দিয়েছি তোমায়, দিব্যাভারতী যেমন;
আসুক যত করোনা কিংবা আমফান!