শিশুরা খেলে বন্ধু বন্ধু মিলে,
ঝগড়া হলে আঘাত করে পরস্পরকে,
পরক্ষনেই আবার ভুলে যায়,
নতুন করে খেলতে শুরু করে আবার।
বড়রা আঘাত করে বন্ধুকে, কষ্ট পায়;
সেই ব্যাথা ভুলে না কখনই,
সহজেই ভুলে যায় একে অন্যকে!
আসলে বড়রা রয়েছে ছোট, নিচে;
শিশুরা ছোটই যেমনি ছিল চীরকাল,
ছোট হয়ে ছোটরা কত বড় !