ঘরে মোর গ্র্যাজুয়েট সচেতন মেয়ে
তাই আমি সামাজিক সমাজের ভয়ে।
অসৎ হওয়ার আর নেই কোন পথ ।
ভান করি মহৎ -এর, পঙ্কিল মন ।
অভিনয়ে ভালো আমি ন্যাকামির পণ।
এরকম অভিনেতা ঘোরে শত শত।
ভন্ড তপস্বী আমি, সারা দিন নির্জলা।
বলি, জগতের যত নারী জননী নির্মলা,
নিভৃতে,সুপ্ত কামাগ্নিরা জ্বলে অবিরত।


অপলক চেয়ে থাকি  মুখে নেই বোল
তন্বী তরুনী তুলি নিতম্বে হিল্লোল ,
পাশ দিয়ে চলে যায় মরালীর মতো
বজ্রাহত তাল গাছ দাঁড়িয়ে নিঃশ্চুপ,
তারা খসে খসে পড়ে টুপ টাপ টুপ,
চাঁদের কিরণ লেগে সারা গায়ে ক্ষত।