আমার স্বভাব,


সোজাটাকে বাঁকা দেখি,
বাঁকাটাকে ভাঙ্গা ,
বন্ধ্যা জমি তিন ফসলি
শালি জমিন ডাঙ্গা ।
সহজ সরল ঘটনাটি
জটিল করে আঁকি,
সচ্ছ জলে ঘেঁটে দিয়ে
সবাইকে দিই ফাঁকি।
তেলা মাথায় তেল দিয়েছি
ন্যাড়ায় মাথায় বেল,
আমি হলাম বুদ্ধিজীবী
ওদের কথায় আঁতেল।


লোকে যে যা বলে বলুক
বুদ্ধি আমার খাসা,
পরের হাতে খইনি খেলেই
জবর লাগে নেশা।
ঘোলা জলে মাছ ধরতে
দারুন লাগে মজা,
ওরা সবাই ভোট পেয়েছে
আমিই আসল রাজা।
আমি অনেক ভুলে ভরা
তবু নজর লোকের ভুলে,
আমি সদা ধ্রুব সত্য,
ওরা সবাই ভেসে আসা
বেনো নদীর জলে।
লজ্জা ঘৃনা ভয়,
বোকায় বলে,তিন থাকতে নয় ।
আমায় দেখ, যতই লোকে ঘৃনা করুক,
আমার তো নেই ভয় ।
আমি নির্লজ্জের চূড়ামণি
আরে লজ্জা কারে কয়!
আমার কেমন সরল চরিত
জলের মতো তরল ,
যে পাত্রেই রাখো আমায়
ত্থাকবো সমতল ।
আমার খেলা ছু মন্তর
যাদুকরের খেল,
হিসেব করে দাবা খেলি
নিন্দুকে কয় আঁতেল।