মাথার উপর খাঁড়া
কে আছো বাঁচাও, কনিষ্ঠ বল আমি,
দাঁড়া বার আর ক্ষমতা নেই
ভেঙ্গেছে শিরদাঁড়া ।


কাদায় পড়া হাতী,
সারা গায়ে কিচড় মাখা পূতিগন্ধ ময়,
পানা ডোবার টুরী ব্যাঙে
মাথায় মারে লাথি।


বাটপাড়েরা হাসে,
আমার করুন দশা, লজ্জাতে মুখ ঢাকি
এমন ভাবে চলে যদি
সামনে কি দিন আসে!


আমি ঠুঁটো জগন্নাথ
ঢাল তরোয়াল কেড়ে নিলো, হাতে আমার চুড়ী
সাজিয়েছে আজ হিজড়ে দেখ,
গেছে কুল আর জাত।
          *


সূত্রঃ কনিষ্ঠ বল=কনষ্টেবল।