আমি নির্বাচিত জয়ী,
দাম্ভিকতায় বুঁদ হয়ে আছি।
ক্ষমতা ছাড়া
কিছুই চোখে পড়েনা অহংকারে,
তাই অবলীলায় বলে দিই,
যাঃ,শাসকের শাসনের অভিমুখ
তুই ঠিক করে দিবি কি?


চারিদিকে ছড়িয়েছি শীতল সন্ত্রাস,
তাই ওরা মুখ খোলে না।
যদিও জানি, ওদের মনে দৃঢ় বিশ্বাস ।
হয়তো ঠোঁট চেপে একান্তে বলে,
আলবৎ পারে।


জনগনতন্ত্রে,
শাসকের মুখোসের মুখ
শাসনের অভিমুখ,
জনতাই ঠিক করে ।