-জলে স্থলে অন্তরীক্ষে সর্ব ত্র দেখা যায় আমার মুখ,
আমি ঝোলে ঝালে তেলে জলে কোথায় নেই ?
কই তোমাকে তো দেখি  সব সময় বেবাক মূক।
কি যে কর,কিতাবে তাক ভরো,কি পড়! কি আছে সুখ!


-একটা মজাদার লেখা,তুমিও পড়ে দেখ একবার,
ব্যাক্তি বা বস্তুর পশ্চাৎ-ভুমি যদি আলোকিত হয়,
বস্তুর সম্মুখ বা ব্যাক্তির মুখ, সুযোগ থাকে না দেখার।
এ বিজ্ঞানের  তত্ত্ব,এও নিষ্ঠুর সত্য, বর্তমান সমাজে
ওদের মুখ বেশী উদ্ভাসিত,যাদের পশ্চাৎ-ভুমিতে আঁধার।