মন যে আমার মনের মাঝি
মানস নদীর চরে-
বলি, দিও আমার মনের খবর
মনের মানুষটিরে ।


মন ছুটে যায় মনের জোরে
খোঁজে মনের সাথী,
মনের মত মন আছে যার
কোমল মনের ব্যাথী।
মনে মনে মনের কথা
শোনায় মনেরে ।
মন যে আমার মনের মাঝি
মানস নদীর চরে-


বসন্তে মন মলয় বায়ু
মনের মধু মাস,
মন দিতে চায় মন নিয়ে চায়
মনের জাগে আশ’।
মন পাপিয়া পিঊ পিঊ
মন বাগিচায় রে।
মন যে আমার মনের মাঝি
মানস নদীর চরে-


বৈশাখী মন তপ্ত হাওয়া,
খোঁজে সিক্ত মনের ছোঁওয়া।
মন উথাল পাথাল বৈশাখী ঝড়
কাঁপায় মনের ঘরে ।
মন যে আমার মনের মাঝি
মানস নদীর চরে-


আষাঢ় মেঘে মন-ডানা
মনের ঠিকানায়,
মনের চিঠি পাঠায় মনে
মন যাহারে চায়।
যে রয়েছে মনের আমার
অন্তর বাহিরে ।
দিও আমার মনের খবর
মনের মানুষটিরে ।


মন যে আমার মনের মাঝি
মানস নদীর চরে-