রাত অয়ি ঘন ঘোর
আঁখিয়া ঘুম ঘোর
এমন সময়ে সিঁদ কাটে মনোচোর ।


নিদিয়া বিখরে নিতি
চঞ্চলা মম মতি
গুমরি গুমরি উঠে পরানের শোর ।


দূরে দাঁড়ায়ে যেন গিরি গোর্বধন
বাজায় মোহন বাঁশী মদনমোহন ।
যামিনী কাটে না যেন আসে না যে ভোর।


থামো থামো বনমালী
বাজায়ো না আর,
তোমার বাঁশীর সুরে
মেনেছি গো হার।
তবুও বাজেই বাঁশী আরো জোর জোর,
মোর স্বপন  মহলে সিঁদ কাটে মনোচোর ।