থাক থাক প্রিয়তমে এত আর বাসিও না
সমাজ দুষিছে মোঁহে লুকিয়ে আসিও না।


আসিতেই চাহ যদি
আসিও সাদরে ,
দূর্বা ধান দিয়ে সাথী
বরিবো তোমারে,
বাসিতেই চাহ যদি
বিরহ প্লাবনে তুমি আমারে ভাসিও না।


আসন পেতেছি আমি
তোমা্রই তরে,
আলপনা ,ফুল দিয়া
সাজাইবো ঘরে ।
চরণ ধোয়াইয়ে দেব,
শুধু শুধু তুমি প্রিয় আমারে দুষিও না।