মম কুঞ্জ কুটিরে এস প্রিয়তম ,
পথ পানে আছি চাহিয়া,
কবে হে দয়াল রাখিবে চরন ,
মম ক্ষণে ক্ষণ যায় বহিয়া।
আমি কত সযতনে গাঁথিয়াছি মালা,
দিন পাত হ’ল,এলো সাঁঝবেলা,
আমি অপলকে চাহি’ বাতায়ন পানে,
তব মধুর মূরতি ভাবিয়া।
সঁপিয়াছি মোঁহে তুঁহার চরণে,
বাসিয়াছি ভালো জীবনে মরণে,
কেন হে বিমুখ মম প্রিয়তমে,
আর কতকাল র’ব বসিয়া।


শুকাইয়ে যায় মালা খানি প্রিয়,
সুরভী হারাইয়া যাইবে।
মোর সকল বাসনা একা নির্জনে
গুমরিত হইয়া রহিবে।
আমি আরো কত নিশি
উদাসিনীসম রহিব প্রতীক্ষা সহিয়া।