ধুয়ে মুছে অভিমান
বুকে আশা টান টান
মুক্ত বায়ুতে শ্বাস পূর্ণময়তা ,
খুলেছে দুয়ার গুলো ভুলে শঠতা।
দুই জন এক মন,
সকলে গেয়েছে গান
প্রাচীরের বাধা ভেঙ্গে জার্মান জার্মান।


ওরা যদি পেরে থাকে মোরা কেন নয়,
কেন আর পিছু টান কেন করি ভয়।
কেন খন্ডিত রূপে বঙ্গের প্রান !


এসো না একাত্ব হয়ে তুলি পতাকা,
সবে মিলে উড়াইয়ে শান্তির বলাকা
হাতে হাত রাখি,
এক ভাষা এক মন বঙ্গীয় শান ।