কি আশায় দিন চলে
কি নেশায় সাঁঝ ঢলে
আমি কি পথ হারিয়ে
বান্ধবী তোর নয়ন তলে।


ঢেউ ওঠে সিন্ধু নীরে
ঝড় বহে যায় বালুচরে ,
পাল ছিঁড়েছে দমকা হাওয়া
দাঁড় টেনেছি ভাঙ্গা হালে ।


ঝরে যায় রাঙা পলাশ
বর্ণ হারা এই মধুমাস
সুরভী বিদ্ধ বুকে
বাগিচার ঝরা ফুলে ।


আনমনে নদী বহে
পাহাড়ী বনের ছায়ে,
বান্ধবী তোর ভগ্ন ছায়া
দেখে ছিলাম নদীর জলে।


যেখানে দেখা হতো
তোরে দেওয়া কথা মতো,
ফিরে ফিরে আজো আসি
মরমী সেই তরুর মূলে।