কবিবর অজিতেশ নাগ আমার কৃতজ্ঞতা নেবেন, আপনার একটি প্রিয় লাইন ধার নিলাম।
                  * * *


এমন যদি ঘটে তবে কেমনে বোঝাই মনে,


আঁধার রাতের তারা গুলোর প্রদীপ যদি নেভে,
রাতচরারা অভিসারে বেরোয় না আর তবে,


বন্ধু তুমি থাকো সেদিন মন খারাপের দিনে।


যদি মধুমাসে ফুল না ফোটে বনের তরু শাখে,
কোকিলারে মধুর সুরে কোকিলা নাআর ডাকে।


বন্ধু তুমি থাকো সেদিন মন খারাপের দিনে।


বর্ষা রাতে জল নূপূরে মাতে না মেহফিল,
সিক্ত গজল উদাস করে জ্বালায় পোড়ায় দিল।


বন্ধু তুমি থাকো সেদিন মন খারাপের দিনে।


শিশির ঝরা শিউলি রাতে শরত না আর আসে,
কোজাগরী পূর্ণিমাতে চাঁদ   যদি না ভাসে।


বন্ধু তুমি থাকো সেদিন মন খারাপের দিনে।


শীত সোহাগী পশমি রাতে সঙ্গে তুমি নাই,
মন মানে না কোন বারণ তোমায় শুধু চাই।


বন্ধু তুমি থাকো সেদিন মন খারাপের দিনে।