পিয়াল বনের ফাঁকে, মহুল বনের ফাঁকে
আমার কিশোর প্রেমের
স্বপন পিয়া পিউ পিউ ডাকে।


ফুলের রেণুর আবীর মাখা
বৈঁচি গাছের শাখা,
যেন রঙ্গিন দিনের রঙ্গিন কথা
রাম-ধনুতে আঁকা।


আজকে সে সব রাত কাহানী
যেন নতুন করে আবার শুনি,
সবই সেদিন হারিয়ে ছিলাম মহুলবনীর বাঁকে।


হঠাৎ শুনি চেনা সুরে
লুকিয়ে কোথাও কাছে দূরে
টিয়া টিয়া ডাকে আমায় বুনো টিয়ার ঝাঁকে।