মরু প্রান্তরে বেঁচে আছি আমি
তপ্ত আতপে স্নান করি’
শীতল নিশীথে উষ্ণতা পাই
শিশিরের সুধা পান করি’।


মরি নাই আমি মরু বালু ঝড়ে
মাথাকুটে বাঁচি বালির পাহাড়ে,
যুগ যুগ ধরে লড়াই করেছি
আমি সংগ্রামে আহ্বান করি ।


কখনো ক্ষত বিক্ষত আমি
মরু গর্দভ ক্ষুরে,
কখনো রুধির ঝরেছে আমার
ভূ-লুন্ঠিত শিরে।


তবু চলে সংগ্রাম
দিবা নিশি অবিরাম,
মোর সন্তান যেন বেঁচে থাকে সুখে
নিজের জীবনে দান করি ।


জানি এ কঠোর ধূ-ধূ মরু ভূমি
রচিতে সুজলা সুফলা ,
মহাসংগ্রাম চালাতেই হবে
সংগ্রামী এই বেলা।
আমি আকাশ হতে ছিনিয়ে নেব
জল ভরা মেঘমালা,
সজলে সবুজে যতনে সাজিয়ে
মিটাবো  মরুর জ্বালা ।


তৃষ্ণার জল কেড়েছে আমার
শিশিরের ফোঁটা পান করি
এস সংগ্রামী মহাসংগ্রামে
এ জীবন জুয়ার দান ধরি ।