শোন গো কামিনী
তুমি কি যামিনী ছড়াতে চেয়েছ জীবনে!
তুমি যখন জননী,
প্রথম রোশনি ভরে ছিলে মোর নয়নে।
আমি ক্ষীন দূর্বল মূক অসহায়
পালন করলে স্নেহের ছায়ায়।
আজ  নারী রোষে,
কামনার বেশে
চঞ্চল মতি,  বিচলিত কর পরানে ।


জননী তোমার বক্ষে সেদিন
খুঁজেছি জীবন সুধা।
আজ খুঁজি সেথা লোলুপ হৃদয়ে
মিটাতে জীবন ক্ষুধা।
আমি দোষী নাকি তুমি দোষী নারী!
পূন্য ও পাপের সীমা খুঁজে মরি,
ব্যাক্তি, বিবেক করে সংগ্রাম জ্বলে মরে বিষ দংশনে।