কন্যে তোমার হাতে দিলাম গিল্টি করা বালা,
এর বেশী আর নেইকো আমার,
তোমায় দেবার বেলা।
এতেই তুমি খুশী থেকো আমায় মনে রেখ,
পাড়া পড়শীর হিংসে হবে,
লক্ষ্য করে দেখ।
ওদের কথায় কান দিও না কইতে দিও কথা,
ওদের কথা কথার কথা।
বলুক যথা তথা ।


নিবিড় বাঁধন বেঁধে আমি তোমায় দিলাম বালা,
কথা দিলাম বালাই বালায়।
ভেবো আমার বেলা।