মেদিনীপুর জেলার গড়বেতা নামক অঞ্চলে শীলাবতী নদীর তীরে গনগনি নামে একটি গ্রাম আছে। যাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় । এই স্থানের রূপ ঋতু অনুযায়ী ও সকাল-বিকাল-সন্ধ্যার সূর্যের আলো অনুসারে রূপ রং এর বদল হয়। এক গ্রীষ্ম কালে সেখানে সারাদিন ছিলাম।সেদিনের গনগনি ।


শালবনী কেয়াবনী
যেতে যেতে আরো দূরে
শীলাবতী নদীর ধারে
আগুন রাঙা লাল রূপসী
গ্রামীন বালা গনগনি ।
বাঁধন হারা বেনীর মতো
নদীর ধারা বিকশিত,
অন্তত তার তরঙ্গিত
ললিত রাগের বানী।


প্রভাত রবির আলোর ধারায়
ভগ্ন কূলে আঁকা,
রক্তরাঙা হৃদয় যেন
লোহিত মসীর লেখা।
দ্বিপ্রহর খরতাপ সৌর কিরণে
বালুচরে বর্ণময়ী স্বর্ণচূর মাখা।
সাঁঝের পূর্বক্ষন গোধূলি বেলা
মুঠো মুঠো সূর্য কণা
মেখে এই বেলা,
গেরুয়া ওড়না গায়ে,
দেয় হাতছানি।
শীলাবতী নদী কূলে একা গনগনি।