কবি প্রদীপের লেখা , ‘ও মেরে অয়াতন কে লোগো ,জারা আঁখ মে ভর লো পানি’ সঙ্গীত লতাজীর কন্ঠে শুনলে সত্যি মন কেমন করে ।ঐ মহান সঙ্গীতের ভাবানুবাদের ধৃষ্টতা মাফ করবেন। ২৬ শে জানুয়ারীর শ্রদ্ধার্ঘ ।


ও আমার দেশবাসী
তুমি অশ্রু ভরিয়ো নয়নে ,
যারা নিজেরে দিয়েছে সঁপি’
তাঁর বলিদান স্মরণে ।


তুমি যখন পরিবার লয়ে ,
নির্ভাবনায় আপন আলয়ে,
ওরা তখন করে আলিঙ্গন শহীদের মরণে ।


যবে দোল উৎসবে সাজাও তুমি
রঙের প্রণয় ডালি,
তখন জীবন মরণ বাজি রেখে ওরা
সঙ্গিনে খেলে হোলি।


স্বদেশ সীমানা রাখে অবিকল ,
দুশমনে দমি’ করি’ অসফল,
অনন্ত লোকে পাড়ি দিলো যারা ছাড়ি আপনার জনে।


স্বদেশ মাতার বীর শহীদের
বলিদান স্মরনে ,
ও আমার দেশবাসী
তুমি অশ্রু ভরিয়ো নয়নে ।