তুলসীর নীচে প্রদীপ জ্বালি্যে
শঙ্খনিনাদ শুনেছি,
আরতির সাথে ভজন গেয়ে
কামনার জাল বুনেছি।


তুলসী আমায় রক্ষা করো
ধন দিও মান দিও,
আমার জীবনে শতেক কালিমা
গ্রাস করে তুমি নিও।


দেখেছি কি কভু প্রদীপের নীচে
তুলসীরা সারি দিয়ে,
আবছা আঁধারে দলিত মথিত
ম্লান মুখ ভাঙা হৃদয়ে ।
যে তুলসী মোরে রক্ষা করেছে
সাথী হয়ে সুখে দুখে,
স্নিগ্ধতা দিয়ে সবার জীবনে,
নিজে বঞ্চিত লোকে।


তুলসীরা কেন আঁধার গলিতে
মানবতা নিয়ে জেনেছি!
নাকি শুধু, তুলসীর নীচে
প্রদীপ জ্বালি্যে শঙ্খনিনাদ শুনেছি!!