আমিতো বেঁচে আছি ,তবু রোজ মরি।
বেঁচে বেঁচেও মৃত।
চোখের সামনে ভীড় বাজারে
বাসের হাতল ধরে,
শশব্যাস্ত গন্তব্যে যেতে যেতে ,
... চোখ ফিরিয়ে নিই।
আমি তো জিন্দালাশ,
দাঁড়িয়ে থাকি
ঘূনধরা বৃক্ষের মতো।


কই, তোমার আঁচল ধরে
কেউ টেনেছে নাকি!
হাওয়ায় উড়েছে উদোম
আমার তো মনে হলো তাই।


মূহূর্তে মরেছি আমি,
মৃতের বিস্ফারিত চোখ
তাকিয়েই থাকে।
স্থির মণিকর্ণিকা,জড় জিহবা,
বিমুখে ভাসিয়ে গা
মূখ হয়ে থাকি।