ভাদর মাসের গাদর জুইনহার
আকাল দিনের দানা,
বনা দ্যাশে বাঁইচ্যে থাকে
চাষীর ছানা পোনা।


জুইনহার ভাজা জুইনহার গুঁড়ী
পুলাও পায়েস যাবেক ছাড়ি,
ইতেই পরাণ গুন গুনাছ্যে-
তানা নানা না না ।


টিয়া আসে ঝাঁকে ঝাঁকে
টিয়ার ডাকে ভইর্যো থাকে,
ছিটা বেড়ার দেওয়াল টানা
হামার কুঁইড়্যার আঙ্গিনা ।


ই জঙ্গলেই মহল হামার
হামি কুথাও যাবেক নাই
শরম রাখি ভুখা থাকি
তবু ভিক্ষা মাগি নাই।



গাদর-ডাঁসালো,জুইনহার-ভুট্টা