আমায় ক্ষমা করে দাও মা উমা
আমি অতো যোগ জানিনা।
আমি যেমন যোগী তেমন ভোগী,
নিয়মেতে মন মানেনা।


যখন  যাবো পাপের পথে
তুমি আমার ধরো হাতে
সুদিশা তুই বলেদে মা,
সুপথ আমার নেই কো জানা।


দুচোখ বড় চঞ্চলা মোর
যেন দুষ্টু সিঁধেল চোর,
সদাই যেন ভালো দেখি
মন্ত্র পুতঃ করে দেনা।